বাংলাদেশে যথেষ্ট এসইও এর উপর দক্ষ মানুষ আছে যদিও যথেষ্ট বইপত্র,রিসোর্স বা ম্যাটেরিয়াল আমাদের সমস্য তারপরও আমাদের দেশে দক্ষ লোকজন এসইও করে যাচ্ছেন নিজের দেশের জন্য এবং বিদেশী প্রতিষ্ঠানে এর ওয়েব সাইটের জন্য। বাংলাদেশে আইটি সেক্টরএর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে আর এর চাহিদা পুরণের জন্য গড়ে উঠেছে অনেক অাইটি প্রতিষ্ঠান। এ সকল ফার্মে অনেকে চাকুরি করছেন এবং অনেকে ফ্রিল্যাসিং করেও অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছেন।সব মিলিয়েে এসইও সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের নিকট যেমন গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ঠিক তেমনি বাংলাদেশে ইসইও প্রভাব ইতিবাচক।যার ফলে এসইও এর প্রয়োজনিয়তা আমাদের সবার দৈনন্দিন জীবনের অপরিহার্য ।