চার্স ইঞ্জিন অফটিমাইজেশন কি
চার্স ইঞ্জিন অফটিমাইজেশন হচ্ছে
কোন ওয়েব সাইট অথবা্ ওয়েভ পেইজ এর সার্চ ইঞ্জিন সার্চের কত উপরের দিকে ঐ সাইটটি তা দেখা যাবে। যে কোন সইটকে চার্স ইঞ্জিন অফটিমাইজেশন ঐ সাইটের মাধ্যমে যে কোন পন্য,সার্ভিস অথবা তথ্য সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে পারেন।
কোন ওয়েব সাইট অথবা্ ওয়েভ পেইজ এর সার্চ ইঞ্জিন সার্চের কত উপরের দিকে ঐ সাইটটি তা দেখা যাবে। যে কোন সইটকে চার্স ইঞ্জিন অফটিমাইজেশন ঐ সাইটের মাধ্যমে যে কোন পন্য,সার্ভিস অথবা তথ্য সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে পারেন।
সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন হচ্ছে
এমন
একটা
প্রক্রিয়া যার
মাধ্যমে সার্চ
ইঞ্জিনগুলো (যেমন
গুগল
এবং
বিং)
থেকে
ওয়েবসাইটের জন্য
টার্গেটেড ফ্রি
ট্রাফিক বা
ভিজিটর
আনা
যায়।
সার্চ
ইঞ্জিন
থেকে
ট্রাফিক পাওয়ার
উপর
একটা
সাইটের
সাফল্য
অনেকটাই নির্ভর
করে,
হতে
পারে
সাইটটি
এডসেন্স কিংবা
এফিলিয়েট মার্কেটিংকে টার্গেট করে
কিংবা
নিজস্ব
পন্য
বা
সেবা
বিক্রি
করার
জন্য।
অনলাইনে সফল
প্রায়
সকল
ওয়েবসাইটই এসইও
এর
মাধ্যমে অধিকাংশ ট্রাফিক পেয়ে
থাকে।
ওয়েবসাইটে যত
বেশি
ট্রাফিক আসবে
সেখানে
প্রোডাক্ট বিক্রয়
কিংবা
সেবা
প্রদানের হার
তথা
আয়
বাড়ার
সম্ভাবনা তত
বেশী।
কথাটি
চিরন্তন সত্য,
ট্রাফিক=রেভিনিউ!
সার্চ ইঞ্জিনগুলো সেসব
ওয়েবসাইটকেই প্রথমে
প্রদর্শন করে
সেগুলোকে বিভিন্ন নীতিমালা অনুসরণ
করে
প্রথম
দিকে
রাখে।
এক
কথায়
বলা
যায়,
সার্চ
ইঞ্জিন
যেভাবে
একটি
কনটেন্টকে দ্রুত
খুঁজে
পেতে
পারে,
সহজে
পড়তে
পারে
এবং
ইউজারের সার্চ
অনুসারে সবার
উপরে
অর্থাৎ
প্রথম
পাতায়
দেখাতে
পারে
সে
ধরণের
বিজ্ঞানসম্মত ব্যবস্থা করার
সামষ্টিক প্রক্রিয়াকেই সার্চ
ইঞ্জিন
অপটিমাইজেশন বলা
হয়।
Iron-Edge Spinning Rod - Titanium Flat Irons - TITNIA
ReplyDeleteIron-Edge Spinning Rod - Titanium titanium price per ounce Flat apple watch series 6 titanium Irons. Rating: titanium automatic watch 4.6 · 18 reviews · $44.95 · In titanium bicycle stock titanium wire